আইন শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী
সভাপতি ঃ মোবারেক হোসেন মল্লিক
চেয়ারম্যান
৬ নংবাসন্ডাইউপি,
ঝালকাঠী
সময়ঃ সকাল ঃ ১১.০০ হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত।
স্থান ঃ ইউপি হল রুম।
সভায় উপস্থিত সদস্য বৃন্দের তালিকা পরিশিষ্ট ‘‘ক’’ দ্রষ্টব্য।
সভাপতি সাহেব উপস্থিত সদস্যবৃন্দ্রকে স্বাগতম জানিয়ে সভার কাজ আরম্ভ করেন।
সভাপতি সাহেব অনুষ্ঠিত সভার কার্য বিবরনী পাঠ করেশোনান। উক্ত কার্য বিবরনীতে কোন সংশোধনী না থাকায় সর্ব সম্মতিক্রমে তাহাঅনুমোদন করা হইল। অতঃপর সভায় নিম্মাক্ত বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
ক্রমিক নং | আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন কর্তৃপক্ষ |
1. | ইউপির সার্বিক অপরাধ চিত্রঃ- ইউপির দফাদার ও মহল্লাদারগন এবং আনসার ভিডিপি দল নেতা জনান যে, বর্তমানে রাজনৈতিক কারনে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে দেশেরবর্তমান পেক্ষাপটে অত্র ইউপির আইন-শৃঙ্খলা কোন অবনতি হয় নাই। | অত্র ইউপির আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করাহয়। এবং এ ধারা অব্যহত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করাহয়। | সকল ইউপি সদস্য, দফাদার ও মহল্লাদারগন এবং আনসার ভিডিপি দলনেতা। |
2. | মাদক নিয়ন্ত্রন ঃ- সভায় উপস্থিত সদস্যবৃন্দ জানান যে, দেশের বিভিন্ন জায়গায়ফেনসিডিল, গাঁজা, ও নেশা জাতীয় দ্রব্য সেবন করে যুব সমাজ ক্ষতিগ্রস্থ্যহওয়ায় আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। অত্র ইউপিতে এ ধরনের কোন কার্যকলাপ দেখাযায়নি। তথাপি এ বিষয়ে সজাগ থাকার বিষয়ে আলোচনা করা হয়। | 1. প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ ও প্রচারনা চালানোর জন্য সভায় সিদ্ধান্ত হয়। 2. মাদক বিরোধী অভিযান জরদার করার জন্য অত্র ইউপির গ্রাম পুলিশদেরকে নির্দেশ দেওয়া হয়। | সকল ইউপি সদস্য, দফাদার ও মহল্লাদারগন এবং আনসার ভিডিপি দলনেতা। |
3. | ইবটিজিং প্রসঙ্গেঃ- এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি সাহেব সভায় জানানযে, সকল ইউপি সদস্য, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনকে সজাগ দৃষ্টি রাখারজন্য অনুরোধ করেন। | অত্র ইউপিতে এ ধরনের ঘটনা কোথাও ঘটলে তা ইউপি চেয়ারম্যানকে অবহিত করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। | সকল ইউপি সদস্য, দফাদার ও মহল্লাদারগন এবং আনসার ভিডিপি দলনেতা। |
ক্রমিক নং | আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন কর্তৃপক্ষ |
4. | জঙ্গিবাদ/সন্ত্রাসবাদঃ- জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। | এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ এর কুফল সম্পর্কে জনসাধারকে অবহিত করারসিদ্ধান্ত গৃহিত হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতা মূলককার্যক্রম গ্রহনের জন্য সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। | সকল ইউপি সদস্য, দফাদার ও মহল্লাদারগন এবং আনসার ভিডিপি দলনেতা। |
5. | বাল্য বিবাহ প্রতিরোধঃ- সভাপতি সাহেব সভায় জানান যে, বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে ইউপিরসদস্য ও গ্রাম পুলিশগনদের দায়িত্ব রয়েছে বিধায় আইন শৃঙ্খলায় মাসিক সভায়ইউপি সদস্য, কাজী সাহেব ও গ্রাম পুলিশগন উপস্থিত থাকা একান্ত প্রয়োজন। | এই বিষয়ের আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভায় ইউপি সদস্য, কাজী, ইমাম এবং গ্রাম পুলিশগন সজাগ দৃষ্টি রাখার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। | ইউপির সকল সদস্য ও গ্রাম পুলিশগন |
অদ্যকার সভায় অন্য কোন আলোচ্য বিষয় না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভার কার্য শেষ করা হ’ল।
চেয়ারম্যান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস